ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৭

 অনলাইন ডেস্ক    ৫ আগষ্ট, ২০২৩ ১৪:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দশ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩ জন। এ ছাড়া গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৭৫৭ জন।

চলতি বছরে ৩০ জুলাই একদিনে দুই হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

এডিস মশাতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯২ জন। আর ঢাকার বাইরে বেসরকারি ও সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৮৬৫জন রোগী।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫৩...

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন নয় হাজার ২৬ জন রোগী। এর মধ্যে চার হাজার ৫৬৮ জন ঢাকায় ও চার হাজার ৪৫৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬১ হাজার ৪৭৩ জন।

অন্যদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্তরা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ৫২ হাজার ১৫৪ জন রোগী।

অনলাইন ডেস্ক