ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মাথাচাড়া দেবে ডেঙ্গু!

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৪ ১৫:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

চলতি বছরের দেশে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এছাড়া আক্রান্ত হয়েছে সংখ্যা প্রায় তিন হাজার। আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যাকে উদ্বেগজনক উল্লেখ করে বিশেষজ্ঞদের আশঙ্কা, ‘ঘূর্ণিঝড় রেমালের’ প্রভাবে বৃষ্টিপাতে আরও মাথাচাড়া দেবে ভাইরাসটি।

বৃষ্টি যেমন ডেঙ্গুর বাহক এডিসের প্রজননের জন্য সহায়ক, তেমনি খরতাপ তার ঠিক বিপরীত। শুষ্ক প্রকৃতিতে বংশ বিস্তারের সুযোগ পায় না এডিস। গত কয়েক মাস এডিসের জন্য এক প্রকার প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে দেশজুড়ে।

ডেঙ্গুর মূল মৌসুম ধরা হয় মূলত জুন ও জুলাইকে। এরইমধ্যে হাসপাতালটিতে বাড়াতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন: ইরানি বাহিনীর গুলিতে ৪ পাকিস্তানি নিহত...

গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি বছর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কম হলেও এরইমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতে ডেঙ্গু আরও মাথাচাড়া দেবে আশঙ্কা করে ভাইরাসটি নিয়ন্ত্রণে মাসভিত্তিক কর্মকৌশল প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুতে ৩ লাখের বেশি আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে রেকর্ড গড়ে ২০২৩ সাল।

অনলাইন ডেস্ক