এক দিনের ব্যবধানে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু

 অনলাইন ডেস্ক    ৬ ডিসেম্বার, ২০২৩ ১১:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের ঢাকা সিটিতে ১২৪ জন এবং ঢাকার বাইরের ৫৪৫ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আজ ৭ জনের মুত্যৃ...

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৬৮৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৪ জন ও ঢাকার বাইরের ৫৩২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন।

অনলাইন ডেস্ক