বদলে গেলো টুইটারের লোগো

 অনলাইন ডেস্ক    ২৭ জুলাই, ২০২৩ ১৭:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম টুইটার প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এতে ব্যবহারকারীদের সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হচ্ছে। ইলন মাস্ক গত বছরে টুইটার কেনার পর থেকে সমালোচনার পিছু ছাড়ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মটি।

ব্লু টিক সাবস্ক্রিপশন নিয়ে এসেছে বহুদিন আগেই।

প্রায় নিষিদ্ধ হয়ে যাচ্ছে বিনামূল্যে টুইটার ব্যবহার। ইলন মাস্ক গত রবিবার (২৩জুলাই) ঘোষণা দিয়েছিলেন যে বদলে যেতে পারে টুইটারের লোগো।

সত্যিই এবার বদলে গেলো টুইটারের ব্লু লোগো এবং সেখানে দেখা যাচ্ছে ইংরেজি বর্ণ ‘এক্স’।

টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন টুইটার প্রধান ইলন মাস্ক।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে কথোপকথন গোপন রাখতে মেটার নতুন সুবিধা...

মাস্ক বলেছেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার এবং এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে।

তিনি আরও বলেছেন, এক্স কর্পোরেশন নামের সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। নতুন যে অ্যাপ আসবে তা এক্স নামেই পরিচিত হবে।

এরই মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্টের ছবি পরিবর্তন এক্স সাইন করেছেন ইলন মাস্ক। যদিও ব্যবহারকারীরা টুইটারের নীল পাখিকে ভীষণ মিস করবেন বলে জানিয়েছেন তিনি।

গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটারকে কিনে নেন ইলন মাস্ক। এরপর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নাম এক্স কর্পোরেশনে পরিবর্তন করেন।

ইলন মাস্ক টুইটারে কেনার পর এর বিজ্ঞাপনী আয় ৫০ শতাংশ কমেছে।

অনলাইন ডেস্ক