যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

 অনলাইন ডেস্ক    ২৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব দেশেই এই অ্যাপ ব্যবহার হয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশি।

তবে এবার ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থাটি। অসংখ্য ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা। কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ।

কিছু ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.১ বা তার থেকেও পুরোনো ভার্সনে ২৪ অক্টোবরের পর আর চলবে না হোয়াটসঅ্যাপ।

চলুন দেখে নেওয়া যাক কোন ফোনগুলোতে চলবে না হোয়াটসঅ্যাপ অ্যাপ...

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এবার কেনাকাটার সুবিধা...

এই তালিকায় আছে স্যামসাং, সনি, মটোরোলা-এর অসংখ্য ফোন।

যেমন, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজাইয়ার এইচডি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, স্যামসাং গ্যালাক্সি নোট ২, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি, অ্যাকর আইকনিক ট্যাব এ ৫০০৩ ও এলজি অপটিমাস ২ এক্স।

সনি এক্সপেরিয়া এস২, সনি এক্সপেরিয়া আর্ক৩, এইচটিসি ওয়ান, সনি এক্সপেরিয়া জেড, এলজি অপটিমাস জি প্রো, এইচটিসি সেনসেশন, মটোরোলা ড্রয়েড রেজার, ও মটোরোলা জুম।

চলতি বছরে কয়েক দফায় পুরোনো অনেক ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ করেছে সংস্থাটি।

মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করে না।

অনলাইন ডেস্ক