প্রকৌশলীকে ‘মারধর’ করল টেসলার রোবট!

 অনলাইন ডেস্ক    ২৮ ডিসেম্বার, ২০২৩ ১৫:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে ২০২১ সালে নিজেদের তৈরি রোবটের আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছেন ইলন মাস্কের ইলেকট্রনিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার একজন প্রকৌশলী।

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় এ ঘটনা ঘটে।

ঘটনাটি দুই বছর আগের হলেও চলতি বছরের ২১ নভেম্বর ‘ইউএস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন’র (ওএসএইচএ) এক জরিপে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: বহুরূপী অ্যাপ ইনস্টল থাকবেন সতর্ক...

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির গত বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে বলেছেন, রোবটটি গাড়ি তৈরির কাজে ব্যবহারের জন্য বানানো হয়েছে। অ্যলুমিনিয়ামের অটো পার্টস কাটার কাজ করে রোবটটি। ওই প্রকৌশলী একটি অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির বিভিন্ন অংশ কাটার জন্য রোবটগুলোকে প্রোগ্রাম করছিলেন।

এসময় দুটি রোবট অচল হয়ে পড়লে তা ঠিক করতে গেলে অপর আরেকটি রোবট স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে ওই প্রকৌশলীকে আঘাত করে। বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসলেও এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি টেসলা কর্তৃপক্ষ। যদিও ২০২১ বা ২০২২ সালে টেক্সাসের অন্য কোনো কারখানায় কোনো রোবট-সম্পর্কিত আঘাতের খবর পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক