কাল থেকে জিপিতে রিচার্জে নতুন নিয়ম

 অনলাইন ডেস্ক    ৯ জানুয়ারী, ২০২৪ ১৪:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়েছেন এই বিষয়ে।

নোটিফিকেশনে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে।

গ্রাহকদের সিমে পাঠানো এসএমএস বলা হচ্ছে, প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হয়েছে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: প্রায় অর্ধ বিলিয়ন ডলারের মেটার শেয়ার বিক্রি করেছেন জাকারবার্গ...

এই নতুন নির্ধারিত অ্যামাউন্টের চেয়ে কম পরিমাণ টাকা জিপি সিমে আগামী বুধবার (১০ জানুয়ারি) থেকে আর রিচার্জ করা যাবে না।

গত ২০২২ সালের জুলাই মাসে ১০ টাকার পরিমাণ বৃদ্ধি করে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ২০ টাকা করা হয়। এই নতুন বছরে রিচার্জ অ্যামাউন্ট ২০ থেকে আরও ১০ টাকা বৃদ্ধি করে ৩০ টাকা করা হয়েছে।

অনলাইন ডেস্ক