রাঙ্গামাটিতে হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার

 অনলাইন ডেস্ক    ৬ এপ্রিল, ২০২৪ ১২:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, রাঙ্গামাটির তরুণদের স্মার্ট কর্মসংস্থানের জন্য ১০০ কোটি টাকা ব্যায়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হবে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির প্রধান ডাকঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি।

পলক বলেন, রাস্তাঘাট, বিদ্যুৎ, ইন্টারনেটসহ যে উন্নয়ন প্রধানমন্ত্রী করেছেন তার ছোঁয়া পৌঁছে গেছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও। আগামী ২০৪১ সালের মধ্যে রাঙ্গামাটিকেও কীভাবে একটি স্মার্ট জেলায় পরিণত করা যায় সেই লক্ষ্যে আজ আমি বিভিন্ন স্থান পরিদর্শন করলাম।

যেখান থেকে একজন নাগরিক ৩২৫ ধরনের সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে রানার গ্রুপ...

তিনি আরও বলেন, আগামী মে মাসের মধ্যে রাঙ্গামাটি প্রধান ডাকঘরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে স্মার্ট পয়েন্ট সার্ভিস স্থাপন করা হবে।

ডাকঘর পরিদর্শন শেষে তিনি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারেরর জন্য প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের ঊধর্ধতন কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক