প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের চাকরির বাজার

 অনলাইন ডেস্ক    ৬ ডিসেম্বার, ২০২৩ ১০:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

গত এক দশক আগেও বাংলাদেশের চাকরি বাজার যেমন ছিল, এক দশক পরে বর্তমানে এসেছে আমূল পরিবর্তন। এর মূলে প্রধান প্রভাবক হিসেবে কাজ করেছে প্রযুক্তির ছোঁয়া।

এক সময় দেশের চাকরির বাজারে ছিল করপোরেট খাতের গৎবাঁধা কাজ কিংবা সরকারি প্রতিষ্ঠানের নথিভিত্তিক নটা-পাঁচটার চাকরি। সেখানে এখন শুধু প্রযুক্তির ওপর নির্ভর করে গোটা চেহারাটাই বদলে গেছে।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৭ লাখ কর্মজীবী সরাসরি আইটি খাতে চাকরি করছেন। গতানুগতিক চাকরির বাইরেও এ খাতকে কেন্দ্র করে দেশে ১০ লাখ ফ্রিল্যান্সারের সমন্বয়ে গড়ে ওঠেছে কর্মসংস্থানের বড় একটি বাজার।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত অর্থবছরে আইটি খাত থেকে ৫৫ বিলিয়ন ডলারের বেশি রফতানি আয় এসেছে। ২০২১-২০২২ অর্থবছরে এ আয় ছিল ৫২ বিলিয়ন ডলারের বেশি।

আরও পড়ুন: প্রোফাইলে একাধিক ছবি যুক্তের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ...

চলতি বছরের শুরুর দিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দেয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর দেশের মোট ১০ লাখ ফ্রিল্যান্সারের হাত ধরে রেমিট্যান্সে যোগ হচ্ছে ১০০ কোটি ডলার। দিনকে দিন তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে ফ্রিল্যান্সিং। অনেকে ছাত্রজীবনেই শুরু করেছেন ফ্রিল্যান্সিং; অনেকে আবার পড়াশোনা শেষ করে যুক্ত হচ্ছেন এ পেশার সঙ্গে।


বর্তমান প্রজন্মের তরুণরা মূলত স্বাধীনচেতা হয়ে থাকে। আর্থিক নিরাপত্তার পাশাপাশি স্বাধীনতার এ স্বাদ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেই পাওয়া সম্ভব। শুধু ফ্রিল্যান্সিং না, প্রযুক্তি খাতকে কেন্দ্র করে দিনকে দিন দেশের ই-কমার্স ব্যবসায়ও বড় রকমের ইতিবাচক পরিবর্তন এসেছে। নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি বাকিদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারছেন তারা।

বাংলাদেশে বিটুসি কমার্স মার্কেটের প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের মধ্যে দেশে ই-কমার্স খাতের বাজারের আকার দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ ভাগই নতুন উদ্যোক্তাদের। আইটি খাতের মাধ্যমে অনেকেই ঘরে বসে অল্প বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠছেন।

এসব পদ বৃদ্ধির পাশাপাশি আইটি খাত কেন্দ্রিক অনলাইন কোর্সের চাহিদা বেড়েছে ব্যাপক। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে চাকরির বাজার। এ লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যেখানে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে দেশের আইটি খাত।

অনলাইন ডেস্ক