আগামী বছর বাজারে আসছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি

 অনলাইন ডেস্ক    ১ অক্টোবার, ২০২৩ ১৮:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

আগামী বছরের মার্চ মাসে বাজারে আসতে যাচ্ছে ইলেকট্রিক গাড়ি। এই গাড়ি তৈরি করার জন্য চট্টগ্রামের কারখানা স্থাপনে ১ হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগ করছেন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এ জোনে ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানার পাশাপাশি লিথিয়াম ব্যাটারি, মোটর ও চার্জার কারখানাও গড়ে তোলা হচ্ছে।

এই প্রতিষ্ঠানটির চেয়্যারম্যান মান্নান খান বলেন, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগরে ১০০ একর জায়াগায় ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা গড়ে তোলা হচ্ছে।

এছাড়াও লিথিয়াম ব্যাটারি, মোটর ও চার্জার কারখানাও তৈরি করা হচ্ছে। যা দুই চাকা, তিন চাকা ও চার চাকাতে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ...

তিনি আরও বলেন, এক হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগে এই তিনটি কারখানা তৈরি করা হচ্ছে। বঙ্গবন্ধু শিল্প নগরে ইলেকট্রিক সেডান, এসইউভি ও হ্যাচব্যাক তৈরি করবে অটো ইন্ডাস্ট্রিজ। বছরে ত্রিশ হাজার ইলেকট্রিক গাড়ি এই কারখানায় তৈরি করা যাবে।

ঠিক তেমনি আগামী বছর মার্চ মাস থেকে ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসার ব্যাপারে আশাবাদী অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়্যারম্যান।

শুধু চাহিদা মেটানো নয়, জ্বালানি খরচ যেমন কমবে তেমনি গাড়ির দামও অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তৃপক্ষ।

প্রকল্প পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ইলেকট্রিক গাড়ি বাজারে আসলে জগতে আসবে আমূল পরিবর্তন।

ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পাঁচটি প্রতিষ্ঠান ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ শুরু করেছে।

অনলাইন ডেস্ক