এবার টুইটার থেকে ‘ব্লক’ ফিচার বাদ দেয়ার ঘোষণা ইলন মাস্কের

 অনলাইন ডেস্ক    ১৯ আগষ্ট, ২০২৩ ১৭:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার কিনে নেয়ার পর তা ঢেলে সাজিয়েছেন। এমনকি সামাজিক মাধ্যমটির নাম ও লোগো পরিবর্তন করে ফেলেছেন। এবার তিনি টুইটার তথা এক্স থেকে ব্লকিং ফিচার বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক্স থেকে ব্যবহারকারীর জন্য ব্লকিং ফিচার বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

শুক্রবার (১৮ আগস্ট) এক রিটুইটে তিনি লিখেন, ‘ডিএম (সরাসরি বার্তা পাঠানোর ফিচার) ব্যতীত ব্লক ফিচারটি সরিয়ে নেয়া হবে।’

অর্থাৎ এক্স ব্যবহারকারীরা কোনো অ্যাকাউন্টকে ব্লক না করতে পারলেও তারা সেই অ্যাকাউন্টকে তাদের সরাসরি কোনো মেসেজ বা বার্তা পাঠানো থেকে ব্লক করতে পারবেন।

ইতোমধ্যে ইলন মাস্কের এমন ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যম গুলোয় সমালোচনার ঝড় তুলেছে।

আরও পড়ুন: সাইবার হামলার শঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ..

অনেকেই আবার বলছেন, এই ফিচারটি সরিয়ে নিলে এক্স ব্যবহার করা এর ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে উঠবে। যা অনেকের জন্যই বিব্রতকর হয়ে উঠবে।

বর্তমানে কোনো ব্যবহারকারী যদি একটি অ্যাকাউন্ট ব্লক করেন, তখন সেই অ্যাকাউন্টের পোস্ট যে ব্লক করেছেন তার অ্যাকাউন্ট থেকে দেখা যায় না। পাশাপাশি যে অ্যাকাউন্টকে ব্লক করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে ব্লক কারীকে কোনো মেসেজ বা বার্তা পাঠানো যাবে না।

এদিকে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিও ইলন মাস্কের সিদ্ধান্তের সঙ্গে একমত।

আরও পড়ুন: সাইবার হামলা ঠেকাতে গাফিলতি, ক্ষুব্ধ পলক...

তবে ব্লক ফিচারটি না থাকলেও ব্যবহারকারীরা চাইলেই মিউট ফিচারটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।

তবে এই ফিচারটি ব্লক ফিচারটির মতো হয়রানি ও নিপীড়ন ক্ষেত্রে সুরক্ষায় পর্যাপ্ত নয় বলে অভিযোগ ব্যবহারকারীদের।

কাজেই ইলন মাস্কের এই সিদ্ধান্তকে বড় ভুল হিসেবেই দেখছেন অনেক এক্স ব্যবহারকারী।

অনলাইন ডেস্ক