কল ধরলেই ফোনের তথ্য ‘গায়েব’, আসলে কি তাই?

 অনলাইন ডেস্ক    ১৮ এপ্রিল, ২০২৪ ১০:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

কোনো নম্বর থেকে আসা কল রিসিভ বা সেই নম্বরে কল ব্যাক করলে ফোনের সব তথ্য হ্যাকারের কাছে চলে যাওয়ার দাবি সঠিক নয় বলে মন্তব্য করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু ভয়েস কলে কথা বলে মোবাইল ফোনে এমন ‘ইটারসেপ্ট’ করা যায় না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে এক ভুক্তভোগীর বলেন, ৯২ অথবা ৯৯ যুক্ত কোনো নম্বর থেকে আসা কল রিসিভ বা ওই নম্বরে কল ব্যাক করে কথা বললেই ফোনের সব তথ্য চলে যাবে হ্যাকারের কাছে। শুধু তাই নয়, বিকাশ, নগদ, উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে থাকা অর্থও হাতিয়ে নিয়ে যাবে হ্যাকাররা।

গত ৮ এপ্রিল ফেসবুকে পোস্ট করা ভিডিওটি এরই মধ্যে ভাইরাল। ভিডিওর প্রতিক্রিয়ায় অনেকেই তাদের আশঙ্কার কথা জানাচ্ছেন।

আরও পড়ুন: অফিসার পদে নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ...

তবে ভাইরা ভিডিওটির বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিমের (সার্ট) প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান বলেন, এ ধরনের ভিডিও বিভ্রান্তি ছড়ায়। কোনো কিছু যাচাই না করে এভাবে ভিডিও করা ঠিক হয়নি।

সাইবার৭১-এর পরিচালক আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শুধু ফোন কলের মাধ্যমে মোবাইলের যাবতীয় তথ্য হ্যাক করার কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়নি।

অনলাইন ডেস্ক