যে পরিমাণ ইন্টারনেট বোনাস পাবে সবাই

 অনলাইন ডেস্ক    ২৮ জুলাই, ২০২৪ ১৪:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

আজ রবিবার বিকেলে মোবাইল ইন্টারনেট চালু হওয়ার পর ইন্টারনেট গ্রাহকরা তিনদিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে এক বৈঠকের পর টেলিকম ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেল তিনটা থেকে মোবাইল নেটওয়ার্কের ফোরজি কানেক্টিভিটি পুনঃস্থাপন করা হবে, এর পরপরই বোনাস পাবেন গ্রাহকরা। তাদের ইন্টারনেটের মেয়াদ থাকবে তিনদিন।

দেশের চার মোবাইল অপারেটরের পাশাপাশি এমএফএস কোম্পানি বিকাশ, নগদ, রকেট ও উপায় এবং বিটিআরসি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন ব্রিফিংয়ে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

অনলাইন ডেস্ক