ফেসবুকের নতুন ফিচার, এক অ্যাকাউন্ট থেকেই একাধিক প্রোফাইল

 অনলাইন ডেস্ক    ১৫ অক্টোবার, ২০২৩ ১১:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

ফেসবুকে আবার নতুন করে একটি ফিচার যুক্ত হচ্ছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা এক সঙ্গে চারটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেউ যদি ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই ফিচারটি তাদের জন্য সেরা।

মেটা ফেসবুক মাল্টিপল পারসোনাল প্রোফাইলস ফিচার অর্থাৎ একাধিক ব্যক্তিগত প্রোফাইল ফিচার চালু করেছে। এই ফিচারটি চালু হওয়ার পর একজন ব্যবহারকারী ফেসবুকে চারটি প্রোফাইল তৈরি করতে পারবেন।

আরও পড়ুন: দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে...

এই ফিচারের ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর নানান সুবিধাও রয়েছে। আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকেই টাইপ কন্টেন্ট শেয়ার করতে পারবেন। তবে সব প্রোফাইলের ফিড আলাদা হবে।

এছাড়াও, আপনি মেটা ফেসবুকের লগইন আপশনের মাধ্যমে বিভিন্ন প্রোফাইলে স্যুইচ করতে পারবেন। তবে একাধিক প্রোফাইলের ক্ষেত্রে বেশ কিছু ফিচারের সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। যেমন, ডেটিং, মার্কেটপ্লেস, পেশাদার মোড ও পেমেন্টের মতো ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন না।

অনলাইন ডেস্ক