থ্রেডসের ওয়েব সংস্করণ আসছে

 অনলাইন ডেস্ক    ২৩ আগষ্ট, ২০২৩ ০১:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

মার্কিন বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সাময়ীকি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে খুব শিগগিরই থ্রেডসের ওয়েব সংস্করণ চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।

এক্স বা টুইটারের প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং অ্যাপ থ্রেডস আলোড়ন সৃষ্টি করে উন্মোচিত হলেও এর ওয়েব সংস্করণ চালু হয়নি।

তবে এ সপ্তাহেই ওয়েব সংস্করণ চালু করতে পারেন মেটা। ফিচারটি উন্মোচনের পরিকল্পনা বদলাতে পারে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: এবার টুইটার থেকে ‘ব্লক’ ফিচার বাদ দেয়ার ঘোষণা ইলন মাস্কের...

এ মাসের শুরুতে মেটার প্রতিষ্ঠানের সিইও মার্ক জাকারবার্গ বলেন, উন্নত সার্চ ব্যবস্থাসহ থ্রেডসের ওয়েব আনতে কাজ করছে তাঁর প্রতিষ্ঠান।

গত সপ্তাহে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি থ্রেডসে এক পোস্টে বলেন, ফিচারটির প্রাথমিক সংস্করণ তাঁরা পরীক্ষা করে দেখছেন। সবার জন্য চালু করার আগে এটি কে নিয়ে আরও কিছু কাজ আছে।

চলতি বছরের ছয় জুলাই ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা থ্রেডস চালু করে। টুইটারের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপ প্রথম সপ্তাহেই দশ কোটির বেশি মানুষ ডাউনলোড করেছে। অ্যাপটিতে যুক্ত হতে প্রয়োজন হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ফলে থ্রেডসে যুক্ত হওয়া ছিলো একদম সহজ। যদিও শুরুতে যেমন আলোড়ন ফেলেছিল এই অ্যাপটি, এখন সেভাবে জনপ্রিয়তা বাড়ছে না।

অনলাইন ডেস্ক