বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান অ্যাপল

 অনলাইন ডেস্ক    ১৫ জুন, ২০২৪ ০৯:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা অ্যাপল গত সপ্তাহে এক লাফে শীর্ষে চলে এসেছে। মাইক্রোসফটকে হটিয়ে আবারও এ তকমা ছিনিয়ে নিল প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সম্প্রতি সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

সেই চমকের কারণে শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দাম গত সপ্তাহে হঠাৎ ৪ শতাংশ বেড়ে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ২১৫ দশমিক শূন্য ৪ শতাংশ ডলার। সেইসঙ্গে পুরো প্রতিষ্ঠানের বাজারমূল্য ৩ হাজার ২৯০ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে। প্রায় ৫ মাস পর নিজের শীর্ষ স্থান হারানো মাইক্রোসফটের বাজারমূল্য ৩ হাজার ২৪০ বিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন: ৯ দিনের সফরে মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী...

এছাড়া গত সপ্তাহে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কিছু সময়ের জন্য অ্যাপলের বাজারমূল্যকে ছাড়িয়ে গিয়েছিল। এনভিডিয়ার সর্বশেষ বাজারমূল্য ছিল ৩ হাজার ১১০ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জেমস বলেন, এআই প্রযুক্তিতে অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল। সম্মেলনে অ্যাপল নিজেদের বিভিন্ন পণ্যে এআই যুক্ত করার ঘোষণা দেয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে।

২০২৪ সালে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ার ১২ শতাংশ বেড়েছে। তবে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের ১৬ শতাংশ এবং অ্যালফাবেটের ২৮ শতাংশ শেয়ার বেড়েছে এ বছর।

অনলাইন ডেস্ক