প্রায় অর্ধ বিলিয়ন ডলারের মেটার শেয়ার বিক্রি করেছেন জাকারবার্গ

 অনলাইন ডেস্ক    ৪ জানুয়ারী, ২০২৪ ১৫:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

বিগত দুমাসে মেটা প্ল্যাটফর্ম ইনকরপোরেটেডের প্রায় অর্ধ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

ব্লুমবার্গের প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, দীর্ঘ দুই বছরের বিরতির পর ২০২৩ সালে শেষ দুই মাসে এ শেয়ার বিক্রি করেছেন মার্ক জাকারবার্গ।

গত বছরের নভেম্বর মাসের ১ তারিখ থেকে বছরের শেষ নাগাদ প্রতিদিনের লেনদেনেই নিজের শেয়ার বিক্রি করেছেন মেটার প্রধান নির্বাহী। এ সময়ে তিনি প্রায় ৪২৮ মিলিয়ন ডলার মূল্যের প্রায় ১.২৮ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন।

গড়ে প্রতিদিন ১০.৪ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করা হয়েছে। এর মধ্যে ২৮ ডিসেম্বর সবচেয়ে বেশি মূল্যের শেয়ার বিক্রি করা হয়, যার মূল্য দাঁড়িয়েছে ১৭.১ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: প্রতারণার নতুন ফাঁদ, স্বজনদের গলা নকল করে কল করছে এইআই...

এর আগে, সবশেষ ২০২১ সালের নভেম্বরে মেটার শেয়ার বিক্রি করেছিলেন জাকারবার্গ। ২০২২ সালের শেষ দিকে কোম্পানির শেয়ার মূল্য নেমে যায় ৭ বছরের মধ্যে সর্বনিম্নে। সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে গত বছর কোম্পানির শেয়ার মূল্য বেড়েছে ১৯৪ শতাংশ।

বর্তমানে কোম্পানিটির শেয়ার মূল্য তার ২০২১ সালের সেপ্টেম্বর মাসের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি অবস্থানে রয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের তথ্য অনুসারে, ৩৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ মেটার প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক। তার সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলারের মতো। বর্তমানে তিনি বিশ্বের ৭ম শীর্ষ ধনী।

অনলাইন ডেস্ক