শেষ সময়েও বইমেলায় পাঠক-দর্শনার্থীদের ঢল

 অনলাইন ডেস্ক    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

বইমেলার বিদায়ী সুর বাজতে আর অল্প সময় বাকি। এই সময়ে বইপ্রেমীদের উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবারের বদলে আগামী ২ মার্চ শেষ হবে এই বইমেলা।

মেলায় আসা দর্শনার্থীরা বই নেড়েচেড়ে দেখছেন ও কিনছেন। বিভিন্ন বয়সের মানুষের হাতেই ছিল বইয়ের ব্যাগ। অন্যান্য দিনের চেয়ে আজ বেশি ভিড় দেখা যায় শিশু কর্নার ও স্টলগুলোতে।

আরও পড়ুন: গাংনীতে উন্নত জাতের টমেটো চাষে চাষিদের বাজিমাত...

এদিন বইমেলায় তরুণ পাঠকদের উপস্থিতি বেশি থাকলেও মোটামুটি সব বয়সী পাঠকই বই কিনছেন। পাঠকদের পছন্দের চাহিদার শীর্ষে উপন্যাস থাকলেও সব ধরনের বই কিনছেন দর্শনার্থীরা।

প্রকাশকরা বলছেন, মেলার শেষ সময়ে পছন্দের বই কিনতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। নানা শ্রেণি-পেশা ও বয়সী মানুষের পদচারণায় মুখর মেলা। ব্যস্ত সময় পার করছেন স্টলের বিক্রয়কর্মীরা।

অনলাইন ডেস্ক