জাতীয় কবি কাজী নজরুলের প্রয়াণ দিবসে নানা আয়োজন

     ২৭ আগষ্ট, ২০২৩ ১৫:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৭ আগস্ট)। তিনি ১৯৭৬ সালের ২৭ আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ) জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের শিল্পী-সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এই কর্মসূচির মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: তুমিই জাতির পিতা...

আজ ভোর ছয়টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলায় জড়ো হন। সেখান থেকে তারা শোভাযাত্রা শুরু হয়ে কবির সমাধিতে যায়।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও ছাত্রলীগ দলে নেতারাও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।