কবি মোহাম্মদ রফিক আর নেই

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৩ ১৬:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

কবি মোহাম্মদ রফিক রোববার (৬ আগস্ট) বরিশাল থেকে ঢাকা ফেরার পথে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

কবির ভাই মোহাম্মদ তারেক বলেছেন, মোহাম্মদ রফিক বরিশালে তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা আসার পথে রাজৈর উপজেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

গাড়িতে থাকা অবস্থায় তার বমি শুরু হয়। পরে সেখানকার থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক কবি মোহাম্মদ রফিকে মৃত ঘোষণা করেন।

কবির লাশ আর ঢাকাতে আনা হচ্ছে না। তার মরদেহ বাগেরহাটে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে দাফনের কার্যক্রম সম্পূর্ণ করা হবে।

১৯৪৩ সালে ২৩ অক্টোবর বাগেরহাটে জম্ম গ্রহন করেণ কবি মোহাম্মদ রফিক।

২০১০ সালের একুশে পদকপ্রাপ্ত এ কবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

আরওে পড়ুন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ...

একজন মননশীল আধুনিক কবি হিসেবে পরিচিতি মোহাম্মদ রফিক।

তিনি খুলনা জেলা স্কুল থেকে ১৯৫৮ সালে মাধ্যমিক পাস করে ঢাকার নটরডেম কলেজে ভর্তি হন। ১৯৬১ সালে উচ্চমাধ্যমিক পাসের পর রাজশাহী সরকারি কলেজে ইংরেজি বিভাগে ভর্তি হন এবং স্নাতক শেষ করেন।

কবি মোহাম্মদ রফিক কবিতার পাশাপাশি তার গদ্যগ্রন্থের মধ্যে রয়েছে ভালবাসার জীবনানন্দ (২০০৩), আত্মরক্ষার প্রতিবেদন (২০০১), স্মৃতি বিস্মৃতির অন্তরাল (২০০২)।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান কবি মোহাম্মদ রফিক।

এছাড়া আলাওল পুরস্কারসহ (১৯৮১) বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননা পেয়েছেন তিনি।

অনলাইন ডেস্ক