আজ থেকে শুরু অমর একুশে বইমেলা

 অনলাইন ডেস্ক    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

"পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ,"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আজ বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৪৷ বিকাল ৩টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইমেলা উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করবেন।

আরও পড়ুন: শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম...

বাংলা একাডেমির আয়োজনে বইয়ের এ উৎসবে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনের মাঠে ৬৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।


এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠান ১৭৩টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠান ৭৬৪ ইউনিট বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে।

অনলাইন ডেস্ক