জবিতে "জেন্ডার এ্যান্ড মাইগ্রেশন ইন দ্য ইউএস" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 জবি প্রতিনিধি    ২৩ মে, ২০২৪ ১৬:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে 'জেন্ডার এ্যান্ড মাইগ্রেশন ইন দ্য ইউএস: দ্য কেইজ অফ বাফেলো, নিউ ইয়র্ক' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৩ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।


মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, বাফেলো এর অধিভুক্ত গবেষণা অধ্যাপক ড. জহির আহমেদ।

আরও পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজের অপকর্মের দায় আওয়ামী সরকারের: রিজভী...

নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাবিবা সুলতানার সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুব।

এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমসহ সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

জবি প্রতিনিধি