স্বাধীন ফিলিস্তিনের দাবীতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

 ইবি প্রতিনিধি    ৮ মে, ২০২৪ ১০:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল ১১ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

এতে থিওলজি বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় 'গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধ হোক' ফিলিস্তিনি শিশুর কান্না আর না, আর না', 'স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই', 'গাজায় ইজরায়েলী হামলা বন্ধ করো' সহ ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলী বর্বর হত্যাকাণ্ড বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

জাতিসংঘসহ বিশ্ব নেতাদের অন্যান্য জায়গায় সরব হলেও ইসরায়েলের গণহত্যার ব্যাপারে চুপ করে আছে যা অত্যন্ত লজ্জাজনক। আমরা অতি দ্রুত গণহত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি।

ইবি প্রতিনিধি