কবি মহাদেব সাহার জন্মদিন আজ

 অনলাইন ডেস্ক    ৫ আগষ্ট, ২০২৩ ১৮:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

১৯৪৪ সালের পাঁচ আগস্ট সিরাজগঞ্জ জেলার ফুলজোর নদীর পাশে ধানঘড়া গ্রামে জম্মগ্রহন করেন বাংলা ভাষার জনপ্রয়ি কবি মহাদেব সাহার। আজ তাঁর ৮০তম জম্ম দিন।

কবি মহাদেব সাহার লেখালেখির শুরু কৈশোরে।

১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ হল ‘এই গৃহ এই সন্ন্যাস’।

তিনি সাহিত্যে স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি, একুশে পদক সহ দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেছেন।

কবি মহাদেব সাহার নিজেরই সৃষ্ট এক স্বতন্ত্র ভুবন যেখানে নিজেকে নিবিড় ভাবে উন্মোচন করেছেন।

আরও পড়ুন: উপদেশ...

তিনি বাংলা কবিতার শাশ্বত আবেগময় রূপটিকে তুলে ধরে এবং কবিতাকে তুলেছেন হৃদয়গ্রাহী, লাবণ্যময়, মর্মস্পর্শী, পাঠক আবার ফিরে এসেছে কবিতায়।

তাঁর কবিতায় যেমন মূর্ত হয়ে উঠেছে চিরপরিচিত জীবন, এই প্রকৃতি, চরাচর তেমনি উন্মোচিত হয়েছে এক অজানা রহস্যের জগত।

কবিতায় অবারিত ভাবে উঠে এসেছে গ্রাম, শস্যক্ষেত্র, ফেলে-আসা জীবন, তাতে মিশে আছে মাটির গন্ধ, জীবনের নির্যাস।

এক অসামান্য সাবলীলতায় তিনি মানব-মানবীর জীবন-রহস্যের সবচেয়ে গাঢ় ও সংবেদশীল রূপটিও উদ্ঘাটন করেন।

অনলাইন ডেস্ক