উপদেশ

 লেখিকা: আফরিন রহমান সারা    ২৪ জুলাই, ২০২৩ ২১:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

ঘুষের টাকায় উদরপূর্তি

          গরীবের রক্তে হোলি খেলা,

এসব যদি করো বৎস

          লোকে তোমায় করবে হেলা।


কবরেতে পঁচবে মাংস

          গলে যাবে যতো হাড়,

শরীর নাঘামিয়ে পরের টাকায়

          গড়বেনা অর্থের পাহাড়।


সম্মানীকে করবে সম্মান

          বৃথাই ধরবেনা খামচে,

বলে যদি কেউ ভালোকথা

          বানাবেনা কারোচামচে।


অর্থ আর ক্ষমতা পেয়েও

          যদি না তাকাও নিচের দিক,

সামনে তোমায় করলেও সম্মান

          অন্তর থেকে দিবে ধিক।


বহু রাজা গেছে চলে

          অনেকে হয়েছে ফকির,

শুকুরিয়া জানাও নিজ অবস্থায়

          করিয়া চিন্তা ফিকির।


ক্ষণিক স্বার্থ লাভের তরে

          আদর্শ করবেনা বেচাকেনা,

বাইরে জ্বলুক যতই আলো

        চোখ দিয়ে পানি পড়বে নোনা।


সোনার মানুষ হবে তুমি

          গড়ে তুলতে সোনার দেশ,

আত্মসংযম, আত্মশুদ্ধি

         আত্মালোচনায় করো নিবেশ।

লেখিকা: আফরিন রহমান সারা