তাল বেগুন চাষে ভাগ্য ফিরেছে নাটোরের কৃষকদের

 অনলাইন ডেস্ক    ২ অক্টোবার, ২০২৩ ১৭:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 4 বার

নাটোর জেলা সদরের বালিয়াডাঙ্গায় গ্রামের কৃষকেরা আধুনিক পদ্ধতিতে তাল বেগুন চাষ করে তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। তারা প্রতিদিন জমি থেকে ১৫০ মন করে তাল বেগুন তুলেন।

এই বেগুনকে কেন্দ্র করে গ্রামটিতে গড়ে উঠেছে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আড়ত। কৃষকরা ক্ষেত থেকে বেগুন তুলে নিয়ে আসেন সেখানে বিক্রি করতে। বেগুন কিনতে দেশের বিভিন্ন জায়গায় থেকে আসেন ব্যাপারীরা।

গ্রামের কৃষকদের সফলতা দেখে আশে-পাশের অন্তত দশটি গ্রামে চাষ শুরু হয়েছে তাল বেগুনের।

বালিয়াডাঙ্গা গ্রামের কৃষকরা বলেন, বছর দুয়েক আগে পরিচিত একজনের মাধ্যমে উচ্চফলনশীল তাল বেগুনের কথা জানতে পারি। তারপর প্রথমে ১০ কাঠা জমিতে তাল বেগুন চাষ করতে শুরু করি। সেই বেগুন চাষ করে ভালো ফলন পায়।

আরও পড়ুন: পাহাড়ে মুখি কচুর চাষে সফল চাষিরা...

কৃষকরা আরও বলেন, এরপর আমি আবার দুই বিঘা জমিতে ওই বেগুন চাষ করতে শুরু করি। সপ্তাহে দুই-তিন দিন বেগুন তুলি। প্রতি মণ বেগুন ১৮০০ টাকা দরে বিক্রি করি। এই দামে বেগুন বিক্রি করে আমরা বেশ লাভবান হচ্ছি। তবে যদি বেগুনে ব্যবহৃত কীটনাশকের দাম একটু কম হতো তাহলে আরও বেশি লাভ করতে পারতাম।

কৃষি বিভাগের তথ্য মতে, নাটোর সদর উপজেলায় তাল বেগুনের চাষ হয়েছে ১৬ হেক্টর জমিতে। নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান জানান, তাল বেগুন সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ হচ্ছে নাটোরে। এতে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন।

তিনি আরও বলেন, প্রতিটি তাল বেগুনের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। নাটোরের স্থানীয় বাজারে এই বেগুনের চাহিদা কম থাকলেও ঢাকায় এর ব্যাপক চাহিদা রয়েছে।

অনলাইন ডেস্ক