গাংনীতে বিনা লাভে সবজি দোকান

  তরিকুল ইসলাম    ২৯ নভেম্বার, ২০২৪ ১২:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফেরাতে গাংনী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিনা লাভে সবজি দোকানে বিক্রয় হচ্ছে ফুলকপি, লাউ, মূলা, ডিমসহ বিভিন্ন প্রকারের সবজি। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে গাংনী বাজারে সুলভ মূল্যে সবজি বিক্রয় দোকানের কার্যক্রম শুরু হয়।

বর্তমান খুচরা সবজির বাজারে প্রতি কেজি মূলা ৩০-৪০ টাকা, ফুলকপি কেজি প্রতি ৫০-৬০ টাকা, লাউ প্রতি পিচ ৪০-৪৫ টাকা বিক্রয় হলেও এই বিনা লাভের সবজির দোকান থেকে ন্যায্য মূল্যে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে ক্রেতাদের চাহিদা লাউ, মূলা, ফুলকপির পাশাপাশি সীম, কাঁচা মরিচ, নতুন গোলআলু, পেয়াজ ও রসুনের।

বিক্রেতারা জানান, আমরা প্রতি কেজি মূলা ১০ টাকা, ফুলকপি ৩৫ টাকা কেজি, লাউ ৩০ টাকা ও ডিম ৪৪ টাকা হালি করে কিনে একই দামে বিক্রয় করছি। পরবর্তীতে ক্রেতাদের চাহিদা মোতাবেক সকল সবজি বিক্রয় করা হবে।

গাংনী উপজেলা কৃষি অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস ও পৌরসভার সার্বিক সহোযোগীতা এবং উপজেলা প্রশাসনের বান্তবায়নে গাংনী বাজারে সুলভ মূল্যে এ সবজি বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।

তরিকুল ইসলাম