গাংনীতে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  তরিকুল ইসলাম    ২৫ নভেম্বার, ২০২৪ ১৩:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাংনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ২৫ নভেম্বর সকাল ১১ টায় মেহেরপুর জেলা যুবদল, গাংনী উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুধু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদাল হক, গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা যুবদলের সভাপতি মালেক হোসেন চপল।

এসময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তরিকুল ইসলাম