মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকলে ৪টার সময় গাংনী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহব্বায়ক আব্দুল মালেক চপলের সভাপতিত্বে, যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিলটন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী।
এর আগে যুবদলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনী শহীদ আবুসাইদ চত্তর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি বলেন, গণন্ত্রকে পুনরুদ্ধার করতে, অতন্দ্র প্রহরী হিসেবে পাহারা দেবে জাতীয়তাবাদী যুবদল। আওয়ামী লীগ এখনো নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ কেউ যদি করে, তাহলে আপনারা তাকে প্রতিহত করবেন। তাকে ধরে যৌথ বাহিনীর হাতে তুলে দেবেন।
এছড়াও তিনি বলেন, তারেক রহমানের নামে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, আজফাজ উদ্দিন কালু, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক আখের আলী, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু্, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুব দলের সিনিউর সহ সভাপতি আব্দাল হক, গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, পৌর যুবদলের আহব্বায়ক সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হকসহ যুবদলের উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকরা
তরিকুল ইসলাম