মেহেরপুরে লিচু উৎপাদন কম হলেও দামে খুশি বাগানিরা

 নিজস্ব প্রতিবেদক    ১৯ মে, ২০২৪ ১৫:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

মেহেরপুরের বিভিন্ন লিচু বাগানে থোকায় থোকায় ঝুলছে লিচু। সুস্বাদু এ লিচু প্রতিবছরই জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। ইতোমধ্যে আটি জাতের লিচু বাজারজাত শুরু হয়েছে। লিচু বাজারজাত করনে ব্যাস্ত সময় পার করছেন লিচু চাষিরা।

অনাবৃষ্টি, তাপদাহ ও বৈরী আবহাওয়ায় লিচুর উৎপাদন কম হলেও দামে পুসিয়ে নিচ্ছেন বাগান মালিকরা। বাগান মালিকরা বলছেন, এবছর লিচুর দাম ভাল। ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে ২৫০ টাকা করে কিনছেন লিচু। ফলন বিপর্যয় হলেও লিচু বিক্রি করে লাভবান হচ্ছি। বিভিন্ন পাইকাররা বাগানে আসছেন লিচু কিনতে।

আরও পড়ুন: চৌদ্দপুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই লুট করছেন ক্ষমতাসীনরা: রিজভী...

কৃষি বিভাগ বলছেন লিচুর ন্যায্য দাম পাচ্ছেন চাষিরা। এ ধারা অব্যাহত থাকলে ক্ষতি পুসিয়ে লাভবান হবেন চাষিরা।

জেলা কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, প্রায় ৮০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উক্ত বাগানে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৬ হাজার টন।

নিজস্ব প্রতিবেদক