সয়াবিনের বাম্পার ফলনে খুশি কৃষকরা

 অনলাইন ডেস্ক    ১৪ মে, ২০২৪ ১১:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

সয়াবিনের এবার বাম্পার ফলন হয়েছে লক্ষ্মীপুরে। অনুকূল আবহাওয়া, সময়মতো বীজ বপন ও সুষম সারের ব্যবহারের সয়াবিনের ফলন ভালো হয়েছে। মাঠ থেকে সয়াবিন কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সয়াবিনের বাম্পার ফল নিয়ে খুশি হলেও দাম নিয়ে হতাশ কৃষকরা।

কৃষি বিভাগ জানায়, চলতি রবি মৌসুমে ৩৯ হাজার ৬৪০ হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। উৎপাদিত সয়াবিন শিল্পক্ষেত্রে ব্যবহার করা গেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি সাশ্রয় হবে সরকারের অর্থ।

উচ্চফলনশীল নতুন জাতের বিইউ-১, বিইউ-২, বারি-৫ ও ৬, বিনা-৫ ও ৬ জাতের সয়াবিন চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। এবছর সয়াবিন থেকে প্রায় ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা।

আরও পড়ুন: রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতেন জনপ্রশাসনের ড্রাইভার!...

কৃষি বিভাগের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে জেলায় সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৫২০ হেক্টর। সে ক্ষেত্রে এখন পর্যন্ত সয়াবিন আবাদ হয়েছে ৩৯ হাজার ৬৪০ হেক্টর জমিতে।

উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫ হাজার ৪০ মেট্রিক টন। তবে ফলন ভাল হওয়া লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন বেশি হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক