হালুয়াঘাটে রাতে দুর্বৃত্তরা কলা গাছ কাটল দুই শতাধিক

 অনলাইন ডেস্ক    ১৯ জুন, ২০২৩ ১৩:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

ময়মনসিংহের হালুয়াঘাটে গতকাল শনিবার দিবাগত রাতে এক কৃষকের দুই শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার ধারা ইউনিয়নের বাড়ইগাঁও এলাকার কৃষক পশর আলীর জমিতে এ ঘটনা ঘটে।

জমির ফলন্ত কলা গাছ কাটা অবস্থায় দেখে কৃষকের স্ত্রী লাকী আক্তার কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা সরজমিনে গিয়ে দেখে, কৃষক পশর আলী তার বাড়ির পাশেই ২৫ শতাংশ জমিতে দুই শতাধিক নেপালি জাতের সাগর কলা গাছ রোপণ করেন। বাগানের গাছে কলা ধরতে শুরু করেছে, অল্প কিছুদিনের মধ্যে কলা বাজারে বিক্রয়ের কথা ছিল তার।

গত শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের কলা গাছ কেটে ফেলে।

কৃষক পশর আলী বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরব অবস্থান করছেন।

কৃষকের স্ত্রী লাকী আক্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা নানাভাবে আমাদের হুমকি দিয়ে আসছিলো। এর ধারাবাহিকতায় গত শনিবার রাতে প্রতিপক্ষরা আমার বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেয়। আমাদের ক্ষতিসাধন করতে না পারাই রাতের আঁধারে আমার দুই শতাধিক কলা গাছ কেটে ফেলে। আমি এ ঘটনায় থানা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করবো।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষককে আইনি কার্যক্রমের পাশাপাশি অন্য সহায়তা দেবো।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

অনলাইন ডেস্ক