দিনাজপুরে শসার কেজি ১ টাকা, চাষিদের মাথায় হাত

 অনলাইন ডেস্ক    ১৮ এপ্রিল, ২০২৪ ১৫:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

রমজান শেষ হওয়ার কয়েকদিন পর থেকেই হুট করে বাজারে শসার দাম কমতে শুরু করেছে। কয়েক দিন আগে ভালো দাম পেলেও এখন শসার দাম কমে গেছে।

খানসামা উপেজেলার পাইকারি বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১ থেকে দেড় টাকায়। ন্যায্য দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে খানসামা উপজেলার পাকেরহাট এলাকার বাজারে কৃষকেরা শসা নিয়ে এসেছেন কিন্তু শসা কেনার ক্রেতা নেই। বেশিসংখ্যক ক্রেতা না থাকায় অল্প মূল্যে শসা বিক্রি করতে হচ্ছে চাষিদের।

চাষিরা বলেন, ভ্যানে করে চার বস্তা শসা বাজারে নিয়ে এসেছি। উৎপাদন খরচ তো পরের কথা, এখন ভ্যান ভাড়া ওঠানোই দায় হয়ে পড়েছে। এক টাকা কেজি দরে শসা বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন: প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী...

চাষিরা আরও বলেন, ১০ থেকে ১৫ দিন আগে বাজারে শসার দাম ভালো থাকলেও গত সপ্তাহ থেকে দাম কমতে শুরু করে। রমজানের শুরুতে পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করলেও কয়েক দিন ধরে প্রতি কেজি শসা এক থেকে দেড় টাকায় বিক্রি করছি।

অনলাইন ডেস্ক