মেহেরপুরে সজনের বাম্পার ফলন, দামে খুশি চাষি

 নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ, ২০২৪ ১০:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

মেহেরপুরে সজনের ডাটা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। অনুকূল আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় সজনে ডাটার ফলন ভালো হয়েছে। জেলার প্রতিটি গ্রামে বাড়ির পাশে, পতিত জমিতে, রাস্তার পাশে সজনে গাছের শাখা-প্রশাখা নুয়ে পড়ছে ডাটা।

বহুগুণে গুণান্বিত সবজি সজনের ডাটা। বাজারে চাহিদা বেশি থাকায় প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা সজনে গাছগুলোর প্রতি যত্ন নিচ্ছেন চাষিরা।

এখন বাজারে সজনের ডাটা বিক্রি হচ্ছে বেশি দামে। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। সজনের ডাটা উৎপাদনে চাষিদের কোনো খরচ হয় না। ফলে যতটুকু সজনে ডাটা উৎপাদন হয়, সবটুকুই চাষির লাভ।

আরও পড়ুন: দেশের ৩৯ শতাংশ তরুণ অলস সময় কাটাচ্ছে...

কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার সজনে ডাটা গাছ আছে। দেশে ২টি জাত আছে, একটি হালো সজনে ও আর একটি নজিনা।

ভারত থেকে হাইব্রিড সজিনের জাত এদেশে এসেছে। এই জাতের সজিনে দু’বার ফল আসে। ফেব্রয়ারী-মার্চ ও জুন-জুলাই মাসে।

নিজস্ব প্রতিবেদক