গাংনীতে ১৭ বিঘা জমির কলা গাছ কেটে তসরুপ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

 তরিকুল ইসলাম    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে ১৭ বিঘা কলা গাছ কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের ক্ষতি প্রায় ২০ লাখ টাকা।

গত এক মাস আগে রাতের আঁধারে পাঁচ বিঘা কলা গাছ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। সেই রেস কাটেনা কাটতে আবারো বারো বিঘা জমির কলা গাছ কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা।

এমন ঘটনা ঘটে শুক্রবার দিবাগত মধ্যরাতে মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মধ্যপাড়ার মাঠে। কলা খেতে মালিক রহিদুল ইসলামের দাবি এতে তার ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

কৃষক রহিদুল ইসলামের দাবি, অন্যের জমির লিজ নিয়ে ১৭ বিঘা জমিতে তিনি কলা চাষ শুরু করেন, কলা গাছ রোপন করতে তার ১০ লাখ টাকার খরচ হয়েছে।

এদিকে ফসলের উপরে যারা এই ধরণের অত্যাচারের করেছে তাদের শাস্তির দাবি জানান রহিদুল ইসলামের ভাই।

আরও পড়ুন: মহাসমাবেশের ডাক দিল বেকার যুবকরা...

এলাকাবাসি বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু মানুষের সাথে ফসলের শত্রুতা মেনে নেওয়া যায় না। এটা চাষিদের জন্য অনেক বড় ক্ষতি।

এই ক্ষতির খেসারত কে দেবে? যারা এই কাজ করেছে তাদের দ্রুত বিচার হওয়া দরকার। প্রশাসনের কাছে দোষীদের সনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসিরা।

ইতিপুর্বে রহিদুল ইসলামের ৫ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। এ বিষয়ে লিখিত অভিযোগ হয়েছিল। আবারও কে বা কারা রাতের আঁধারে কলা গাছ কেটে দিয়েছে। যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানান গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম।

তরিকুল ইসলাম