মরুভূমির 'সাম্মাম' ফল চাষ হচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে

 অনলাইন ডেস্ক    ২৫ মে, ২০২৩ ১৮:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

দারুণ পুষ্টিগুণে ভরপুর, নানা রোগের প্রতিষেধক ও সুস্বাদু বিদেশী ‘সাম্মাম’ ফল চাষ হচ্ছে ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি এলাকায়।

ঠাকুরগাঁওয়ে মরুভূমির ফল ‘সাম্মাম’ চাষ করে নজর কেড়েছেন এক কৃষক। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ঠাকুরগাঁওয়ে এ ফল চাষ করেছেন মুন্নাফ আলী মন্ডল।

মরুভূমির এই ফলটি মূলত তরমুজ জাতীয় ফল। এই ফলটি নানা রোগের প্রতিষেধক, সুস্বাদু ও মিষ্টি।


অনেকে এটাকে ‘রকমেলন’ নামে চেনেন।

কৃষক মুন্নাফ আলী জানান, ‘সাম্মাম’ চাষ করে ভালো লাভ হচ্ছে এবং আমার জমিতে কাজ করে অনেকের ঘরে ফিরেছে স্বচ্ছলতা।

তিনি আরো বলেন, গত ফেব্রুয়ারি মাসের দিকে ঢাকা থেকে মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল সাম্মামের বীজ নিয়ে চাষ শুরু করি। প্রথম পর্যায়ে দেড় বিঘা জমি লিজ নিয়ে চাষ করেছিলাম।

কৃষক আরো জানান, জমিতে বীজ রোপনের ৫০ দিনের মাথায় পরিপূর্ণ ফল আসে। তবে জেলায় এই ফলের চাহিদা না থাকায় আমি ঢাকায় বিক্রি করি।আমার দেড় বিঘা জমিতে ‘সাম্মাম’ চাষে যা খরচ হয়েছে, লাভ হয়েছে তার তুলনায় বেশ ভাল।

তার জমিতে কর্মসংস্থান হয়েছে ৬ থেকে ৭ জনের। তাদের ঘরেও ফিরেছে স্বচ্ছলতা।

ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তপরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, এই ফলের চাষের পাশাপাশি বাজারজাতকরণ যদি সঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলেই এই বিদেশী ফলের চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে এবং লাভবান হবেন কৃষকেরা।

অনলাইন ডেস্ক