গাংনীতে চার হাজার চাষিদের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

 তরিকুল ইসলাম    ১৩ ডিসেম্বার, ২০২৩ ১৩:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৩-২৪ অর্থবছর প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চার হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের অনুষ্ঠান শুভ উদ্ধোধন করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।


গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

আরও পড়ুন: মেহেরপুরে নতুন এসপি এস এম নাজমুল হক...

স্বাগত বক্তব্যের শেষে প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার জন প্রান্তিক চাষিদের মাঝে পাঁচ কেজি করে মোট ২০ টন বোরো মৌসুমের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি করে মোট ৮০টন রাসায়নিক সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ নিতে আসা কৃষকরা।

তরিকুল ইসলাম