মেহেরপুরে চাষিরা শীতকালীন সবজি চাষে সফল

 নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বার, ২০২৩ ১৪:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি, মুলা, পালঙ্গসহ পটল আবাদ করে মেহেরপুর চাষিরা লাভবান হয়েছেন। চাষিরা এক বিঘা জমিতে ফুল কপি চাষ করে খরচ-খরচা বাদ দিয়ে ৬০ হাজার টাকা লাভ করেছেন।

কৃষকেরা বলেন, আবহাওয়া অনুকূল থাকায় কম সময়ে, অল্প পরিশ্রমে ও স্বল্প খরচে ফুলকপি চাষ করে আমরা সফলতার মুখ দেখেছি। চারা রোপণের ৮০ থেকে ৯০ দিনের মধ্যেই ফুলকপি বাজারে বিক্রির উপযুক্ত হয়।

আরও পড়ুন: গাংনীতে খুলনা সীড হাউসের মাঠ দিবস অনুষ্ঠিত...

কৃষকেরা আরও বলেন, এক বিঘা জমিতে ফুলকপি চাষে করতে ব্যয় হয় ৪০ হাজার টাকা। প্রতি বিঘা জমির ফুলকপি বিক্রি হচ্ছে ১লাখ টাকা করে। খরচ-খরচা বাদ দিয়ে লাভ হয়েছে ৬০ হাজার টাকা করে।

নিজস্ব প্রতিবেদক