গাংনীতে খুলনা সীড হাউসের মাঠ দিবস অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ২৩ নভেম্বার, ২০২৩ ১৬:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রপিক লাভ জাতের বাঁধাকপির বাম্পার ফলন উপলক্ষে উপজেলার আজান গ্রামে খুলনা সীড হাউস কোম্পানির আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সীড হাউস কোম্পানির মালিক হাসান জহির মুকুল, খুলনা বিভাগের রিজিওনাল ম্যানেজার মোঃ আলিউল্লাহ সুলতান, বীজ ব্যবসায়ী চাঁদ আলী, সাইফুল ইসলাম ও বাবু সহ স্থানীয় বাঁধাকপি চাষীরা।

এসময় চাষী আবুল বাশার বলেন, খুলনা সীড হাউসের ট্রপিক লাভ জাতের বাঁধাকপি চাষ করে কম সময়ে ভালো ফলন পেয়েছি।

আরও পড়ুন: মেহেরপুরে আলুর বীজের চড়া দামে লোকসানের শঙ্কায় কৃষক...

উক্ত মাঠ দিবসে বীজ ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রপিক লাভ জাতের বাঁধাকপি বর্ষা ও অতিরিক্ত তাপমাত্র সহনশীল, তাই এই জাতের বাঁধাকপি ভাইরাস কিংবা কোন রোগে আক্রান্ত হয় না।

এছাড়া উক্ত মাঠ দিবসে কোম্পানির মালিক ও অফিসার কৃষকদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করে বলেন, ট্রপিক লাভ জাতের বাঁধাকপির বাম্পার ফলন, বেশি দাম, ওজনে বেশি হওয়ায় ও টাইড পাতার কারণে এবার কৃষকেরা লাভবান হয়েছেন।

মাঠ দিবসে উপস্থিত অফিসার, চাষী ও ব্যবসায়ীগণ বাঁধাকপির ক্ষেত পরিদর্শন করেন।

তরিকুল ইসলাম