চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

 অনলাইন ডেস্ক    ১৯ অক্টোবার, ২০২৩ ১৫:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

চুয়াডাঙ্গা সদর উপজেলা ও জীবননগর উপজেলা পরিষদে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার সময় ২০২৩-২৪ অর্থবছরে রবি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া।

আরও পড়ুন: জমিতে পচে যাচ্ছে বীজ, এবার আগাম আলু চাষে বিপর্যয়...

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও সাহাজাদী মিলি।

২০২৩-২৪ অর্থবছরে রবি প্রণোদনা হিসেবে আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৪৭ লাখ ৩৫ হাজার টাকাসহ ভুট্টা, সরিষা, গম, পেঁয়াজ বীজ ও ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়াও জীবননগর উপজেলায় ৩১৫০জন কৃষকদের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়।

অনলাইন ডেস্ক