মাজরা পোকার আক্রমণে আমন চাষিদের মাথায় হাত!

 অনলাইন ডেস্ক    ৯ অক্টোবার, ২০২৩ ১৪:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

বিপদ যেন পিছু ছাড়ছে না উপকূলের আমন চাষিদের! আবাদের শুরুতে বৃষ্টির পানিতে তলিয়ে বীজ নষ্ট হওয়ার পর এখন ক্ষেতে মাজরা পোকার আক্রমণ! লালচে বর্ণ ধারণ করে মরে যাচ্ছে আমন ধানের গাছ। এ পরিস্থিতিতে চাষিরা কী খাবেন, আর কী দিয়ে ঋণ পরিশোধ করবেন! সবমিলে এখন দিশেহারা অবস্থা কৃষকদের।

রোপা আমনে মাজরা পোকার আক্রমণ। মাজরা পোকা ফসলের কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে। যার কারণে বেড়ে উঠেতে পারে না ধানের চারা। লালচে বর্ণ ধারণ করে মারা যাচ্ছে গাছ। ক্ষেতে ওষুধ প্রয়োগ করেও থামানো যাচ্ছে না মাজরা পোকার আক্রমণ।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, মাজরা পোকা আমাদের ক্ষতি নষ্ট করে দিয়েছে। তাতে ফসলের খরচ উঠানো মুশকিল হয়ে পড়েছে।

আরও পড়ুন: মুজিবনগরে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ...

তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হওয়ায় তেমন সংকটের মুখে পড়তে হবে না বলে জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতর।

উপ-পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, ‘কৃষকরা আমাদের পরামর্শমতো কাজ করেছে। তবে আল্লাহর রহমতে আমাদের গত ১০-১২ দিনের যে ভারি বৃষ্টি হচ্ছে; এতে মাজরা পোকা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। আশা করি মাজরা পোকা আক্রমণে এ বছর আমনের তেমন ক্ষতি হবে না।

অনলাইন ডেস্ক